Home / সারাদেশ / কুমিল্লায় দেবিদ্বার মুক্তদিবস পালিত
মুক্তদিবস, মুক্তদিবস

কুমিল্লায় দেবিদ্বার মুক্তদিবস পালিত

কুমিল্লার দেবীদ্বার মুক্তদিবস উপলক্ষে ৪ ডিসেম্বর শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষথেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু ম্যূরাল, মুক্তিযুদ্ধ চত্তর ও গণকবরে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের নেতৃত্বে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন।

এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ গিয়াস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগমসহ আরো অনেকে।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমন পরিচালনা করে মুক্তি বাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে ওই রাতেই ট্যংক বহর নিয়ে হানাদাররা ময়নামতি ক্যান্টনম্যান্টে চলে যায়। মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমনে ৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্ত হয়। ওই দিন দেবীদ্বারে উল্লাসিত জনতা স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা নিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে বিজয়ের আনন্দে মেতে উঠেন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,৪ ডিসেম্বর ২০২০