কুমিল্লায় দুই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করল স্থানীয়রা

চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুভানগর গ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়।

গলিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম চাঁদপুর টাইমসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির নামে ভারতীয় এক নাগরিককে বিএসএফ সদস্যরা ধাওয়া করলে সে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। বিএসএফ সদস্যরাও বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে শুভানগর গ্রামের ফকির বাড়ির মোস্তফা নামে এক ব্যক্তিকে মারধর শুরু করে। এসময় মোস্তফার চিৎকারে আশেপাশের লোকজন এসে অস্ত্রসহ তাদেরকে আটক করে বোয়ারা ১০ বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।

বিএসএফ সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশ করে স্থানীয়দেরকে মারধরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম।

Share