চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৭ জন নিহত ও ৬ জন আহত হওয়ার ঘটনায় নির্মাণ শ্রমিকদের প্রত্যে পরিবারকে প্রত্যেককে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে আথিক সহায়তা দিয়েছে কুমিল্লা জেলা প্রশান।
সোমবার (৩১ আগস্ট) দুপরে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় এ আর্থিক সহায়তার টাকা তুলেদেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।
সোমবার ভোর রাতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি টিনবাহী ট্রাক উল্টে ৭ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর বিশ্বরোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার ভোলা শেখের ছেলে সফিকুল ইসলাম (৪২), ছিদ্দিকুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৪), আবদ্দুর রবের ছেলে জাহিদুল (৩৫), ইউনুস মিয়ার ছেলে শহিন মিয়া (১৮), খবির উদ্দিনের ছেলে ফজল মিয়া (২৪) এবং আছলাম (২৮) । হতাহত প্রত্যেকের বাড়ি গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ এলাকায়।
এর আগে সকালে ঘটনাস্থল পরিদশন শেষে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দশ হাজার টাকা এবং আহতদের পাঁচ হাজার করে আর্থিক সহায়তার ঘোষণা দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন।
চাঁদপুর টাইমস- জেএআই/ডিএইচ/2015।