কুমিল্লা পদুয়ার বাজারে লিংকন বড়ুয়া নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা চাঁদপুর জেলার কচুয়া থানায় কর্মরত ছিলেন।
১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিক কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লিংকন বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
সূত্র জানায়, নিহত লিংকন সম্প্রতি চাঁদপুর জেলার কচুয়া থানায় বদলি হন। বুধবার বন্ধু রোমেল বড়ুয়ার সাথে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে ফিরছিলেন। তারা পদুয়ার বাজার মোড় থেকে নোয়াখালী রোডে প্রায় ১শ গজ দূরত্ব অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসা লিংকন পড়ে যায় এবং ঘটনা স্থলেই মারা যান এবং মোটরসাইকেল চালক রোমেল হালকা আহত হন।
এ সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, ঘটনার পরপরই জেলা ও হাইওয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur