কুমিল্লার মুরাদনগরে ঝরে গাছ পড়ে অটোরিকশার এক যাত্রী নিহত, চারজন আহত হয়েছে।
বুধবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সল্পায় এদুর্ঘটনা ঘটে।
বাংগরা বাজার থানা পুলিশ জানায়, ঝরের তান্ডবে গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ব নিহত হয়েছেন। নিহত শিশু মিয়ার বাড়ী উপজেলার খোশঘর গ্রামে।
বাংগরা বাজার থানার ইনস্পেক্টর (তদন্ত) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
এঘটনায় সিএনজি চালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান নামের চারজন আহত হয়। আহতদের মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ২০ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur