‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ এই শ্লোগানে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ’জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ২২ নভেম্বর জেলার ৮টি উপজেলা দল নিয়ে লাকসাম স্টেডিয়াম এবং ২৪ নভেম্বর জেলার অপর ৮টি উপজেলা দল নিয়ে দাউদকান্দি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ হাসানুজ্জামান কল্লোল।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবুসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লাকসাম স্টেডিয়ামে প্রতিযোগী ৮টি ও দাউদকান্দি স্টেডিয়ামে প্রতিযোগী ৮টি দল থেকে উঠেআসা চারটি দল নিয়ে জেলা সদরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেমিফাইনাল এবং পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা করেসপন্ডেন্ট: আপডেট: ০৩:৪৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur