কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রাম থেকে করোনা শনাক্ত রোগী মিজানুর রহমান পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ২৪ এপ্রিল শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী মিজানুর রহমান মিজান করোনা রোগী হিসেবে শনাক্ত হন।
করোনা শনাক্ত হওয়ায় পর মুরাদনগর উপজেলা প্রশাসন গত শুক্রবার দুপুরে কাজিয়াতল গিয়ে তার ঘড়টি আইসোলেশন ঘোষনা করে বাড়িটি লগডাউন করেন। পরে শুক্রবার রাতে কোন এক সময় মিজান পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোন লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করা করে বাড়িটি লকডাউন করে দেই। তবে এই রোগী কারো সংস্পর্শে গেলে ঐ ব্যক্তি সংক্রমিত হবার আশংকা রয়েছে।
এব্যপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পালিয়ে যাওয়ার খবর পেয়ে তাকে আটক করার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২৫ এপ্রিল ২০২০