জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লায় প্রেস ব্রিফিং করেছে সিটি কর্পোরেশন। বৃহষ্পতিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের হল রুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু।
মেয়র জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮শ ২৫জন শিশুকে নীল ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩ শত ৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাযয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরবান প্রাইমারী হেল্থ প্রজেক্ট, সূর্যেও হাসি ক্লিনিক এবং মেসিষ্টোপ ক্লিনিক এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে। প্রতিদিন এ কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
পরে সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,৯ ডিসেম্বর ২০২১