বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে কুমিল্লায়।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অবস্থিত “চেতনায় নজরুল” ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউটকেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কালকাচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় নজরুল পরিষদ কুমিল্লা, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিকেলে কুমিল্লা কালচারাল কমপ্লেক্স ও নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২৭ আগস্ট ২০২০