জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লায় আগমনের শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট নজরুল গবেষক, ঐতিহ্য কুমিল্লার উপদেষ্টা ডঃ আলী হোসেন চৌধুরী, জেলাপরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, কবি ফখরু হুদা হেলাল, সাংবাদিক অশোক বড়ুয়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন এবং ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ইমরুল। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
আলোচনায় বিশিষ্ট নজরুল গবেষক ডঃ আলী হোসেন চৌধুরীসহ অন্যান্য আলোচকবৃন্দ জাতীয় কবির কুমিল্লায় আগমনের শতবর্ষকে কেন্দ্র করে কর্মসূচি পালনের প্রস্তাব দেন। সেইসাথে কুমিল্লায় জাতীয় স্মৃতি রক্ষার্থে একটি তোরণ নির্মাণ, স্মরণিকা প্রকাশ, প্রামাণ্যচিত্র নির্মাণ, সেমিনার, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে।
এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য স্মৃতিবিজড়িত স্থান কবিতীর্থ দৌলতপুর বিভিন্ন অবকাঠামো সংস্কার, আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানমালা এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল।
পরে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, প্রস্তাবিত কর্মসূচীগুলো সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে। ওইসকল কমিটির প্রস্তাবনা অনুযায়ী চুড়ান্ত কর্মসূচী স্থির করা হবে।
উল্লেখ্য যে, আজ থেকে শত বছর আগে ১৯২১ সালের এপ্রিল মাসে কবি কাজী নজরুল ইসলামের কুমিল্লায় প্রথম আগমন ঘটে। জাতীয় কবি কুমিল্লায় মোট ৫বার আসেন। এছাড়া প্রেম, বিরহ, বিয়ে, কাব্য রচনা, ব্রিটিশ বিরোধী আন্দোলন-সংগ্রাম এবং কারাবরণসহ কবির নানান স্মৃতি জড়িয়ে আছে এ জেলায়।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৮ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur