কুমিল্লার মুরাদনগরে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই ছাত্রলীগ নেতার ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড করেছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি।
জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা মূল্যে চাল বিতরণে ওই ইউনিয়নের ডিলার ও ছাত্রলীগ নেতা নুরুজ্জামান অনিয়ম করেছেন এমন অভিযোগ পান উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।
১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে ইউএনও অভিষেক দাশসহ কমিটির সদস্যরা সংশ্লিষ্ট ইউনিয়নে সরেজজমিনে তদন্তে গিয়ে এ অভিযোগের সত্যতা পান।
তদন্তে ১৩টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। ওই কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোলের ও তথ্যে গরমিল এবং ওই ১৩ কার্ডে ৩৯০ কেজি চাল বিতরণে অনিয়ম পায় কমিটি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ জানান, এই অনিয়মের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল এবং অর্থদণ্ড করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ওই ডিলারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৪ এপ্রিল ২০২০