কুমিল্লায় চারলেন প্রকল্পের ফুটওভার ব্রীজ উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মিয়াবাজারে চারলেন প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রীজ উদ্বোধন করেছেন সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, একই প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর, সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিব্বি সহ সড়ক ও জনপথ, হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য কালে মন্ত্রী বলেন, সারা দেশে পৌরসভা নির্বাচন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মন্ত্রী বা এমপি যতো প্রভাবশালী হোক না কেন নির্বাচনী আচরণবিধি লংঘন ও শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, চারলেন প্রকল্পের প্রথম স্তরের কাজ শেষ পর্যায়ে। ১৯২ কিলোমিটারের মধ্যে এই পর্যন্ত ১৭৫ কিলোমিটারের প্রথম স্তরের কাজ শেষ হয়ে। এই ডিসেম্বরের মধ্যেই বাকী প্রথম স্তরের কাজ শেষ হবে। আর দ্বিতীয় স্তর বা ফিনিশিং এর কাজ করতে দুই/তিন মাস লাগতে পারে।

কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট : ০১:১৪ পিএম১৫ ডিসেম্বর ২০১৫মঙ্গলবার

ডিএইচ

Share