কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সীমানা প্রাচীর নিয়ে সালিশি বৈঠকে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর চাচাতো ভাই খুন হয়েছেন। নিহতের নাম আব্দুল ওয়াদুদ (৩৮)। নিহত আব্দুল ওয়াদুদ লক্ষ্মীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। শনিবার নিহতের লাশ বাড়িতে আনা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস ধরে সীমানা প্রাচীর নিয়ে আব্দুল ওয়াদুদের সঙ্গে তার চাচাতো ভাই নজরুলের বিবাদ চলছিল। এ বিষয়ে সমাধানের জন্য শুক্রবার সন্ধ্যায় সালিশি বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল ওয়াদুদকে ছুরিকাঘাত করেন চাচাতো ভাই নজরুল। এ সময় ওয়াদুদের বড় ভাই জাকির হোসেনকেও ছুরিকাঘাত করা হয়। সীমানা প্রাচীর নিয়ে গ্রামের সালিশি বৈঠকে ছুরিকাঘাতের শিকার হন ওয়াদুদ। শুক্রবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াদুদের মৃত্যু হয়।
এ বিষয়ে দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, একটি হত্যাকাণ্ড হয়েছে বলে শুনেছি। তবে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি।
কুমিল্লা করেসপন্ডেন্ট||আপডেট: ০৯:২৮ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০১৬, শনিবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur