কুমিল্লায় গ্লোবাল ইউনিক একাডেমীর উদ্যোগে গুণিজন সম্মাননা ও মেধাবৃত্তি রোববার (১১ ডিসেম্বর) সকালে নগরীর গর্জনখোলায় একাডেমী প্রাঙ্গণে প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল¬া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্যে সঞ্জয় কুমার ভৌমিক বলেন, আমরা আসলে নামী দামী শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের পড়াতে ভালোবাসি, প্রতিযোগিতায় নামি। আসলে ভালোভাবে পড়াশোনায় প্রতিযোগিতায় নামা উচিৎ।
তিনি গ্লোবাল ইউনিক একাডেমীর শিক্ষার মান, পরিবেশের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এ প্রতিষ্ঠানটি আরো অনেক দূর এগিয়ে যাবে।
সেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও গ্লোাবাল ইউনিক একাডেমীর অধ্যক্ষ উত্তম বহ্নি সেন এর সভাপতিত্বে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী, সেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রথিন্দ্র নারায়ন সেন, ঐতিহ্য কুমিল্লাার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, ঐতিহ্য কুমিল্লার পরিচালক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলসহ কয়েকজনকে গুণিজন সম্মাননা এবং গ্লোবাল ইউনিক একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের অনিমা সেন মেধাবৃত্তি-২০১৬ প্রদান করা হয়।
এসময় স্কুলটির পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৪ : ০০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ