Home / সারাদেশ / কুমিল্লায় কৃষককে কুপিয়ে জখম

কুমিল্লায় কৃষককে কুপিয়ে জখম

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ০৩:৪৫ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার

পূর্ব শত্রুতার জের ধরে নাঙ্গলকোটে ইমাম হোসেন নামের এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কুমিল্লার আদালতে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমাম হোসেনকে বৃহষ্পতিবার সন্ধ্যায় রায়কোট নতুন বাজার মসজিদের পাশে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একই গ্রামের আনা মিয়ার ছেলে শহীদ (ছুটু মিয়া), জাবেদ (রনি) ও মৃত চাঁন মিয়ার ছেলে আনা মিয়া।

পরে স্থানীয়দের সহায়তায় ইমাম হোসেনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইমাম হোসেনের মামা আবুল কালাম মোল্লা অভিযোগ করে বলেন, “সন্ত্রাসীরা ইমাম হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে।”

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সামাজিক ভাবে মিমাংসা করার উদ্যোগ নিলেও অভিযুক্তদের অনাগ্রহের কারনে সম্ভব হয়নি”

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।