‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।
সোমবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র এসইপি প্রকল্প আয়োজনে গোমতির শাখা কালাডুমুর নদীর মৎস্য সম্পদ রক্ষায় নদীর পাড়ে র্যালী, পথসভা ও মাছের পোনা অবমুক্ত করাসহ নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দুই বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মতিন সৈকত। বক্তব্য রাখেন সিসিডিএ এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম ও টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) মোঃ ইমরান শেখ, ডকুমেন্টেশন অফিসার মোঃ নুরুন্নবী রাসেল প্রমুখ।
কালাডুমুর নদীতে মৎস্য বৈচিত্র ফিরিয়ে আনার জন্য বাটা, রুই, মৃগেল ও গ্রাসকার্প ইত্যাদি মাছের প্রায় ৩ হাজার পিস পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি মতিন সৈকত।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ২৯ আগস্ট ২০২২