চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট:
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নামাজে জানাজা কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা পৌনে ১২টায় কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে দলীয় নেতাকর্মী ও অসংখ্য মুসল্লিদের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা ইবরাহীম খলিল।
বাদ আছর তাঁর গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ায় শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নামাজে জানাজা কুমিল্লা-৬ আসনের সাংসদ ও আওয়ামী লীগ নেতা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি মেয়র বিএনপি নেতা আলহাজ্ব মনিরুল হক সাক্কুসহ ২০দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজার শুরুতে সাংসদ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা এয়ার আহমেদ সেলিম এবং কাজী জাফরের পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে সবার কাছে মৃতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চান।
এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুমিল¬ার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে। সেখানে বাদ আছর আরেকটি জানাজা শেষে তাঁর দাফন কাজ সম্পন্ন হয়।
চাঁদপুর টাইমস- জেএআই/ডিএইচ/2015।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur