কুমিল্লায় জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
কুমিল্লায় করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছে। জেলায় যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তা খুবই আশংকার বিষয় বলে মনে করছেন জেলা স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে খারাপ অবস্থা কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। গত ৩ দিনেই কুমিল্লা সিটিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৩ জন।
করোনার উচ্চ সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনকে অন্যান্য উপজেলা গুলো থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক। এতে সংক্রমণ ছড়িয়ে পরার আশংকা থাকবে না বলেও জানান তিনি।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ১ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur