সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের প্রশিক্ষণ মডিউল তৈরি ও বাস্তবায়ন সংক্রান্ত দু’দিনব্যাপি কর্মশালা কুমিল্লায় শুক্রবার (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে।
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ বাংলাদেশ একাডেমি ফর রোরাল ডেভেলপমেন্ট (বার্ড) মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা।
কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।
বার্ড এর মহাপরিচালক সালাহ উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর পরিচালক, বিশিষ্ট রাষ্ট্র ও সামাজ বিজ্ঞানী তোফায়েল আহমেদ, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য, কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলসহ মন্ত্রীপরিষদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সরকারি উন্নয়ন সংস্থা ’মানুষের জন্য ফাউন্ডেশন’ কর্তৃক সুশাসন নিশ্চিত করণের লক্ষে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের জন্য জনপ্রতিনিধিদের পরিকল্পিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ মডিউল তৈরি ও বাস্তবায়ন সংক্রান্ত এ কর্মশালায় মন্ত্রীপরিষদ বিভাগের কয়েকজন অতিরিক্ত সচিবসহ অর্ধশত ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৩:২০ পিএম, ১২ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur