Home / সারাদেশ / কুমিল্লায় উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
উদ্ভাবনী

কুমিল্লায় উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

বৃহষ্পতিবার দিনব্যাপী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নিবার্হী উপ-সচিব হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাহাদাৎ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালযয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক আরিফুল হক মামুন।

এসময় কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ের ১০টি গ্রুপ তৈর করা হয়। গ্রুপের সদস্যারা একত্রিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর সমস্যা চিহ্নিত করণ এবং প্রতিকারে করণীয় সুপারিশ করে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৩ জুন ২০২২