Home / সারাদেশ / কুমিল্লায় আল্লামা আশরাফ আলীর জানাজায় লাখো জনতার ঢল
Janaja

কুমিল্লায় আল্লামা আশরাফ আলীর জানাজায় লাখো জনতার ঢল

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পল্টার পাড় ইসলামপুর (রাম চন্দ্রপুর) নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে বাংলাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস, আল্লামা আশরাফ আলীর। তার জানাজা নামাজে লাখো জনতার ঢল নামে।

বাংলাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস,আল্লামা আশরাফ আলী জানাজা নামাজে উপস্থিত ছিলেন ধর্মপ্রতি মন্ত্রী আলহাজ্জ এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ,শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি (দা:বা), মাও: নরুল হক (দা: বাঃ), আল্লামা মামুনুল হক,মাও: রাজ্জাক, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর,কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের ভাইস চেয়াম্যান আব্দুল হাই বাবলু।

এদিকে মরহুম শাইখুল হাদিস, আল্লামা আশরাফ আলীর ছেলে মাও: জামিল আহমেদ সকলের কাছে বাবার জন্য দোয়া চেয়ে আল্লাহ তালা যেন জান্নাত নসিব করেন।তিনি ছয় ছলে এক মেয়ে রেখে গেছেন ।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল