কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জবাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার ভোরে মান্নান ও শামীমের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ ভোরে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে অন্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস যুগান্তরকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
কুমিল্লা প্রতিনিধি, ১ জুন ২০২২