কুমিল্লায় নতুন করে ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ২০০৮ জন। তালিকা অনুযায়ী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তরা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪ জন, বুড়িচংয়ে ০৫ জন, লাকসামে ০৭ জন, ব্রাহ্মনপাড়ায় ০৭ জন, বরুড়ায় ০২ জন, দেবীদ্বারে ১১ জন, মুরাদনগরে ০১ জন, নাঙ্গলকোটে ০১ জন, মনোহরগঞ্জে ০১ জন ও সদর দক্ষিনে ০১ জন।
এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছে ৫২ জন।
মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার রাত পর্যন্ত আগের ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২০০৮ জন। ৪৬৯ জন সুস্থ্য হয়েছেন।
কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১৪৩০০ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১২৬৬৫ জনের।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,১৬ জুন ২০২০