সারাদেশ

কুমিল্লাায় জমি সংক্রান্ত বিরোধে শিশু গুলিবিদ্ধ

চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট:  আপডেট: ০৭:৩২ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
কুমিল্লাার দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোবায়ের আহমেদ (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বনকোট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বনকোট গ্রামের শামীম আহমেদ সাথে একই গ্রামের নুর মোহাম্মদ কিসলুর জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার  (৪ আগস্ট) শামীম বিরোধপূর্ন ওই জমিতে বাথরুমের রিং বসাতে গেলে উভয়ে বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে পাশের জমির মালিক মোকবল হোসেন মুকুল সেখানে উপস্থিত হলে উভয়ে বাক বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মুকুলকে লক্ষ্য করে কিসলু গুলি চালায়, কিন্তু ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শামীম আহাম্মদের শিশু পুত্র জোবায়েরের পায়ে লাগে।

স্থানীয়রা গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেয়ার পর সেখান থেকে কুমেক হাসপাতালে পাঠানো হয়।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান ‘ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল¬ায় পাঠনো হয়েছে।’

কুমিল্লা জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূইয়া জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল-মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো: আবদুর রবসহ প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা আহত শিশুটিকে দেখতে কুমিল্লা মেডিক্যাল কলেজে যান।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মামুন জানান, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়েছে।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।

Share