কুমিল্লাস্থ-কচুয়া সমিতির উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

চাঁদপুরের কচুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন কুমিল্লাস্থ কচুয়া সমিতি। বৃহস্পতিবার কচুয়া উপজেলার পিপলকরা প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় খুব বেশী ক্ষতি গ্রস্থ পিপলকরা, সানন্দকরা, বড় ভবানীপুর, ছোট ভবানীপুর গ্রামের অর্ধশতাধীক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে নগদ ২হাজার টাকা করে সহযোগিতা দেয়া হয়।

সমিতির সভাপতি এম.এ মালেকের সভাপতিত্বে ও কুমিল্লা আদর্শ হাসপাতালের পরিচালক হাফেজ হুমায়ুন কবিরের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক এম.এ ওয়াদুদ মজুমদার, সাধারণ সম্পাদক আবুল হাসানাত আজাদ, উপদেষ্টা অধ্যাপক মো. ইউনুছ, ইসহাক মুন্সী, এ এম মঞ্জুর আহমেদ, অর্থ সম্পাদক আলী আশ্রাফ, সদস্য শামছুল হক, অধ্যাপক মনির হোসেন, আনোয়ার হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ ও সমাজ কর্মী শাহআলম, মোহাম্মদ হোসেন প্রমুখ।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২৪

Share