Home / সারাদেশ / কুমিল্লার ১১টি আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
আসনে

কুমিল্লার ১১টি আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপি জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের এসব প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-১ আসনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা মু রেজা হাসান। পরে পর্যায়ক্রমে জেলার বাকি ১০টি আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।

প্রতীক বরাদ্দের সময় অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন।

জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের, এনসিপির হাসানাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা, কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা প্রতীক গ্রহণ করেন।

এ সময় নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৮০ জন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২১ জানুয়ারী ২০২৬