সারাদেশ

কুমিল্লার লালমাই স্টেশনে ‘চট্টলা এক্সপ্রেস’ ইঞ্জিনে আগুন

কুমিল্লার লালমাই রেল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন এবং বরুড়া উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। এদিকে, আগুন লাগার দৃশ্য দেখে ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তবে মারাত্মক কোনো ঘটনা ঘটেনি বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনে আগুন ধরার পর দ্রুত ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, মূলত ট্রেনের এক্সেল বক্স (হট এক্সেল) গরম হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। আর হট এক্সেলের কারণে চাকার মধ্যে আগুন দেখে সকলে আতঙ্কিত হয়েছে। মেইন লাইনের ওপর চট্টলা এক্সপ্রেসের এই ঘটনা ঘটলেও, সে সময় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ওই সময় ট্রেনগুলো চলাচল করেছে লুফ লাইন দিয়ে।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | ১৪ ডিসেম্বর, ২০১৯

Share