কুমিল্লার মুরাদনগরে অসহায় ও অসচেতন মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামের তরুণ সমাজ। তারা সামাজিক সংগঠন ‘ঐতিহ্য রাজাবাড়ী’ এর ব্যানারে এসব মানুষের দ্বারেদ্বারে গিয়ে করোনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। জেলার মুরাদনগরের রাজাবাড়ীতে শুক্র ও শনিবার এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি তেল, একটি সাবান।
এসময় এই কর্মসূচির উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ইমরুল, মোঃ রাশেদ মিয়া, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় পর গ্রামের তরুণদের সমন্বয়ে ‘ঐতিহ্য রাজাবাড়ী’ নামে নতুন একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ ও এধরনের সামাজিক কর্মকান্ডে অংশ নিতে পেরে আনন্দিত গ্রামের তরুণরাও। তাই তারা একত্রিত হয়ে বৈরী আবহাওয়াতেও ছুটে যান গ্রামের প্রতিটি ঘরে।
উদ্যোক্তারা জানান, ‘ঐতিহ্য রাজাবাড়ী’ সংগঠনের ব্যানারে প্রথম ও দ্বিতীয় দফায় গ্রামের ৬৫টি পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও মানুষের পাশে দাঁড়াবে তারা।
কুমিল্লা করেসপন্ডেন্ট, ১৯ এপ্রিল ২০২০