গেল কয়েকদিন বন্ধ থাকার পর কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার বিকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিণ থানা পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুহম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরিদর্শন শেষে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন।
এর আগে গেল শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় মতবিনিময় করেন লেফ. কর্নেল মাহমুদুল হাসান। এসময় স্থানীয় ব্যাক্তিবর্গসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১১ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur