সারাদেশ

কুমিল্লার বিবির বাজারে গুণীজন সম্মাননা

কুমিল্লা প্রতিনিধি | আপডেট: ১১:২২ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মীজানুর রহমান বলেছেন, নতুন প্রজন্ম স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হলে দেশ নিশ্চিত এগিয়ে যাবে।

স্বাধীনতার কল্যাণে বাংলাদেশ পাকিস্তানের চাইতে সামাজিক অথনৈতিকভাবে সব দিক থেকে অন্তত পাঁচগুণ এগিয়ে আছে। এশিয়ান রিজিয়নে যে ক’টা দেশ আছে অর্থাৎ ভারতের পরই আমাদের অবস্থান।

তিনি শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমাদের দেশের সর্বনাশের কারণ হলো যখনই দেশে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়, সেখানে ফাটল সৃষ্টির জন্যে বিভিন্নভাবে চেষ্টা হয়, দেশীয় আন্তর্জাতিক ষঢ়যন্ত্রের চেষ্টা হয়, বিখ্যাত বিখ্যাত লোকেরা এই সকল ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকেন, তারা বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান যেভাবে তুলে ধরেন তা দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর।

শনিবার কুমিল্লা বিবির বাজার উচ্চবিদ্যালয় মাঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মীজানুর রহমানসহ কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ জন স্বনামধন্য গুনীজনকে শনিবার সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে যারা সম্মাননাপ্রাপ্ত হন তাঁরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মীজানুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোস্তফা মহিউদ্দীন, চট্টগ্রামের সিভিল সার্জন ও কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ কবীর চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানী লিঃ এর ডিজিএম ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম সিদ্দিকী, অগ্রণী ব্যাংক এর সাবেক ডিজিএম কাজী জাহাঙ্গীর আলম, রূপালী ব্যাংকের ডিজিএম (অবঃ) মোঃ মফিজুল ইসলাম খাঁন, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, ৬নং জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ ওয়াহিদুর রহমান চৌধুরী, গ্রামীণ ব্যাংকের চিফ অফিসার মফিজুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের সহকারী পরিচালক সফিকুল ইসলাম চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মনসুর আহমেদ চৌধুরী, জাতীয় ফুটবল একাডেমীর কোচ সৈয়দ গোলাম জিলানী, চট্টগ্রাম জজ কোর্টে’র এডভোকেট আবু আহমদ চৌধুরী, কুমিল্লা জজ কোর্টের আইনজীবী সুলতান আহাম্মদ, অগ্রণী ব্যাংক টমছমব্রীজ শাখার ব্যবস্থাপক কবীর আহম্মদ চৌধুরী।

সম্মাননার তালিকায় ছিলেন গুণীজনদের মধ্যে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম, ইসলামী ব্যাংকের এক্সকিউটিব সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম খাঁন, প্রিমিয়ার সিমেন্টের সিএফও সফিকুল ইসলাম তালুকদার, সাবেক সিনিয়র জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মনির উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি ডা. মেহেদী মাসুদ মজুমদার, প্রিমিয়ার সিমেন্টের হেড অব ইন্টারন্যাল অডিটরস মাসুদ চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার নিজাম উদ্দিন মজুমদার ও জাতীয় ফুটবলার এনামুল হক শরীফ। উক্ত সম্মাননা অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন বেতার শিল্পী এড. সুলতান আহমেদ ও খিজির হায়াৎ খান। গ্লোবাল অর্গানাইজেশন আয়োজিত উক্ত সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন রমিজ উদ্দিন তালুকদার, জিয়াউল আলম, কামরুজ্জামান শামীম, মিজানুর রহমান, মনির হোসেন, স্বপন তালুকদার, উজ্জ্বল হোসেন, সঞ্জয় দেবনাথ প্রমুখ।

অরাজনৈতিক বহুমুখী জনহিতকর সামাজিক সাংস্কৃতিক প্রগতিশীল সংগঠন গে¬াবাল অর্গানাইজেশন এর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। গুণীজন সম্মাননা প্রদান কমিটির আহ্বায়ক ইকবাল মজুমদার মাসুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share