কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬টি গরুর মারা গেছে। এঘটনায় গৃহস্থও আহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার বাংগরা বাজার থানাধীন কালিপুরায় গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
কালিপুরা গ্রামের সিএনজি অটোরিকশা চালক সফিকুল ইসলামের গোয়াল ঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬টি গরুর করুণ মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
কালিপুরা গ্রামের সিএনজি অটোরিকশা চালক সফিকুল ইসলামের বসত ঘরের পাশে একচালা টিনের ঘরে ৬টি গরু লালন পালন করতেন। গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছিল বসত ঘর থেকে। সংযোগ তারটি ছিল ত্রুটিপূর্ণ হওয়ায় টিনের চালা বিদ্যুৎ সংযোগ হয়ে পুরো গোয়াল ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। গরুর চিৎকার শুনে সফিকুল ইসলাম গোয়াল ঘরে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন এবং শক খেয়ে দুরে ছিটকে পড়ে আহতও হন। এ সময়ের মধ্যে সবগুলো গরুই মারা যায়।
স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহীলুল আলম জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সফিকুল ইসলামকে কিছু নগদ অর্থ সহায়তা করেন।তিনি ক্ষতির পরিমাণ নিরূপণ করে একটি প্রতিবেদন দাখিল করতে চেয়ারম্যানকে দায়িত্ব দেন।
গৃহস্থ শফিকুল ইসলামের তার ক্ষতি কাটিয়ে উঠতে বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানান তিনি।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৫ এপ্রিল ২০২২