কুমিল্লার বরুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনের জন্যে মনোনয়নপত্র জমা দেয়া ৯টি ওয়ার্ড থেকে ৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. লুৎফুন নাহার নাজীম এ তথ্য জানান।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন ১নং ওয়ার্ড থেকে আবুল কালাম আজাদ, আবদুল মোতালেব, ৩নং ওয়ার্ড থেকে শাহ আলম, ৫নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর ইসমাইল হোসেন খোকন, ৬নং ওয়ার্ড থেকে জসিম উদ্দিন চৌধুরী, সাব্বির হোসেন, আমান উল্লাহ আমান, ৮নং ওয়ার্ড থেকে ইমান ও ৯নং ওয়ার্ড থেকে আবদুল মজিদ।
তবে ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ০৬:২৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur