কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর বরুড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস। সভায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার বরুড়া, চান্দিনা প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, সহসভাপতি দৈনিক রুপসী বাংলার বরুড়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনামের বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, সহসাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নিউজ অল বাংলাদেশের সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাকের বরুড়া প্রতিনিধি ওমর ফারুক, অর্থ সম্পাদক দৈনিক দেশবার্তার বরুড়া প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক দৈনিক সমাজ কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ শরীফ উদ্দীন।
এছাড়া নির্বাহী সদস্য-১ দৈনিক বাংলা বাজার পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন, নির্বাহী সদস্য ২- দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, সাপ্তাহিক অপরাধ সংবাদের সহসম্পাদক মোঃ ওমর ফারুক মোল্লা, দৈনিক দেশকালের বরুড়া প্রতিনিধি মোঃ হারেছ।
সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানার উপস্থাপনায় এদিন নতুন কমিটির নাম ঘোষণা করেন দৈনিক বাংলা বাজার পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,২ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur