কুমিল্লার বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গনধর্ষনের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আবদুল মান্নান প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে ১৯ বছর বয়সী এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়। তারা দু’জন গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়।
গত ২৫ এপ্রিল রাতে ছেলের বাড়িতে আসে মেয়ে। রাত সাড়ে দশটায় রাফির মা তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়ার পর শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে সিএনজি চালিত অটো রিকশার গতিরোধ করে ভিকটিমকে বাগান বাড়িতে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত গনধর্ষন করে।
সেই রাতেই ভিকটিম বরুড়া থানায় অভিযোগ করেন।অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি চালিত অটো রিকশা চালকের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীরা হলো রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)।
গ্রেফতারকৃতরা জানিয়েছে ধর্ষনের ঘটনায় ভিকটিমের প্রেমিক রাফির ইন্ধন রয়েছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা। একে অন্যের প্রতিবেশী।
মামলার তদন্ত চলমান রয়েছে। এর আগেও আসামী রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এ জাকিরের নামে তিনটি মামলা আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান্। এছাড়াও বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur