আগামী ৩০ ডিসেম্বর সারা দেশের ন্যায় কুমিল্লার ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় জয় নিজেদের ঘরে নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ও বিএনপি। তাই নিজ নিজ এলাকায় প্রার্থীরা সাধ্যমতো গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত সময পার করছেন।
কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার মোট ভোটার ৩১ হাজার ২২ জন এর মেধ্য পুরুষ- ১৫ হাজার ৪৩৮ জন এবং নারী ১৫ হাজার ৫৮৪জন।বরুড়া পৌরসভায় মোট ৬ জন প্রার্থী মাঠে চষেবেড়ালেও আওয়ামী লীগের প্রার্থী বাহাদুরুজ্জামান এবং বর্তমান মেয়র ও বিএনপির জসিম উদ্দিন পাটোয়ারির মধ্যেই লড়াই হবে।
দলীয় নেত্রীর উন্নয়েনর কারনে জনগন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমন প্রত্যাশা করেন আওয়ামী লীগ প্রার্থী বাহাদুরুজ্জামান বাহাদুর ।
অন্যদিকে বিএনপি প্রর্থী জসিম উদ্দিন পাটোয়ারী বলছেন বিগত ৫ বছর ভালো কাজ করায় জনগন তাকে ভোট দিবে। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন, এম এ ওয়াদুদ মিয়াজী (জাতীয় পার্টি), লাঙল, ইসলামী ফ্রন্ট: মনোনীত কবির হোসেন প্রধানীয়া, মোমবাতি, আবুল কালাম আজাদ (বাংলাদেশ তরীক্বত ফেডারেশন), ফুলের মালা, অজিত কুমার দত্ত জাসদ, মশাল এবং আরিফ হোসেন ভুইয়া(স্বতন্ত্র)মোবাইল প্রতীক
কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৩:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার
ডিএইচ