Home / সারাদেশ / কুমিল্লার দেবীদ্বারের চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় ফাঁসীর আদেশ
কুমিল্লার দেবীদ্বারের চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় ফাঁসীর আদেশ

কুমিল্লার দেবীদ্বারের চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় ফাঁসীর আদেশ

কুমিল্লা দেবীদ্বারের চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলার আসামী সফিকুল ইসলামের ফাঁসীর রায় দিয়েছে আদালত। সোমবার(২৭ আগস্ট) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান এ রায় প্রদান করেন।

গত ৯ বছর ধরে মামলাটি আদালতে যুক্তি-তর্ক ও স্বাক্ষী-প্রমানাদী শেষে ফাঁসীর রায় প্রদান করেন বিচারক।

এসময় আসামী পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আজিজুল হক ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর এ.পি.পি এডভোকেট মোঃ মজিবুর রহমান এবং এডভোকেট ইসমাইল হোসেন।

উল্লেখ্য ২০০৯ সালের ৫ অক্টোবর রাতে উপজেলার চান্দপুর গ্রামের সফিকুল ইসলাম (২২) লক্ষীপুর গ্রামের মোবাইল ফোন ব্যবসায়ী নাছরুল হাসান স্বপনের (২৮) এর কাছে ৫ হাজার টাকা ধার চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়। স্বপন রাতে বাড়ি ফেরার পথে পেছন থেকে এক হাতে মুখ চেপে ধরে এবং অন্য হাতে ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়। পরে তার পকেটে থাকা দু’টি মোবাইল ফোন নিয়ে যায়।

হত্যার পর ঘাতক সফিক দৌড়ে বাড়ী গিয়ে গোপনে ঘরে প্রবেশ করার সময় তার ভাই আঃ কাদেরের দেখে পেলে। পরে তার ভাইয়ের কাছে কান্নাকাটি করে ওই হত্যাকান্ডের কথা প্রকাশ করে।

হত্যাকান্ডের বিষয়ে এলাকায় পুলিশি তৎপরতা শুরু হলে পরদিন সে বাড়ি থেকে চট্রগ্রামে চলে যায়।

লুট হওয়া মোবাইল ফোনের নম্বর এবং আইএমইআই নম্বরের সূত্র ধরে পুলিশ ২০০৯ সালের ৭ অক্টোবর ঘাতক সফিককে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে ১০অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আখন্দ আদালতে মামলার চার্জশীট দাখিল করেন।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি

Leave a Reply