হাইমচর

হাইমচরে লঞ্চ থেকে পড়ার ৮ ঘণ্টা পর যুবককে জীবিত উদ্ধার

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ার ৮ ঘণ্টা পর মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নরেন্দ্র চন্দ্র কর্মকারের ছেলে গৌতম কর্মকারকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা সদর ঘাট থেকে রাত ৮টায় মানিকগঞ্জের যুবক গৌতম কর্মকার ভোলা গামী লঞ্চে করে যাওয়ার পথে রাত ১২.৩০টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে লঞ্চের পিছনে আসলে নদীতে পড়ে যায়। তাকে ভোর ৫টায় হাইমচরের মেঘনা নদীতে লোকজন দেখে পুলিশকে সংবাদ দিলে হাইমচর থানা এস আই মোঃ ইব্রাহিম নেতৃত্বে স্থানীয় লোকজনের সহযোগিতায় যুবকে উদ্ধার করেন।

হাইমচর থানার পুলিশ যুবক গৌতম কর্মকারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার ব্যবস্থা করে। পরে গৌতমের পরিবারের কাছে তাকে হস্থান্তর করা হয়।

পুুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আলমগীর হোসেন জানান এলাকার লোকজন সংবাদটি জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সন্ধা ৬টায় যুবকের পরিবারের লোকজন আসলে তাদের কাছে জিম্মায় দেওয়া হয়।

প্রতিবেদক- বিএম ইসমাইল
২৯ মার্চ, ২০১৯

Share