কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্নকারী ফ্রন্টলাইনারদের মধ্যে সর্বপ্রথম এই ভ্যাকসিন দেয়া হয়।
৭ ফেব্রুয়ারি রোববার সকালে কুমিল্লা সদর হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে এই কর্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
এসময় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা প্রশাসক পত্নী মনিরা নাজনীন, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালামসহ অন্যান্যরা ভ্যাকসিন গ্রহন করেন।
জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, জেলা সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি করপোরেশন কেন্দ্র ছাড়াও জেলা ১৭ উপজেলায় এই ভ্যাকসিন দেয়া হচ্ছে।
কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন, ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে।
এব্যপারে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, এই ভ্যাকসিন অন্যসব টিকার চাইতেও সহজ বলে প্রতীয়মান হয়েছে। সুতরাং আতঙ্কিত না হয়ে সবাইকে এই ভ্যাকসিন গ্রহণের আহবান জানান তিনি।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল, ৭ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur