কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামগামী একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছেন; আহত হয়েছেন অন্তত নয়জন।
রোববার ভোর ৪টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান।
নিহতদের মধ্যে চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকার মনুজা খাতুন, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ফারুক আহমেদের নাম জানা গেছে।
আহতদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরা হলেন ঢাকার রিয়াজ আহমেদ (২৬) ও রানা (২২), চৌদ্দগ্রামের আলেয়া বেগম (৪০), সিরাজগঞ্জের মাসুম (২৫), গাইবান্ধার মনি (২২), চট্টগ্রামের বেলুবা বেগম (৬০) ।
আহত অন্য তিনজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ওসি ফরহাদ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খায় এবং উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
কুমিল্লা করেসপন্ডেন্ট|| আপডেট: ০২:১৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর