কচুয়া

কচুয়ায় ৫ পরিবারে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চাঁদপুরে কচুয়া চান্দিয়াপাড়া গ্রামে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ও অন্য পরিবার ব্যবহারে সহযোগিতা করার অভিযোগে সোমবার (১৭ সেপেটম্বর) ৫টি পরিবারে বিদ্যুৎ সংযোগ লাইন বিছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ সংযোগ লাইন বিছিন্ন ও বিদ্যুৎ আইন ১৯১০ এ ১৪ ধারায় মোবাইল কোর্টে শাস্তি প্রদান করে ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুমন দে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় চান্দিয়াপাড়া গ্রামের আ. মান্নান, মহিউদ্দিন, জয়নাল আবেদীন ও মোশাররফ হোসেনের গৃহের অবৈধ বিদ্যুৎ লাইন বিছিন্ন করা হয়।

এ ব্যাপারে কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসার (ডিজিএম) মো. জাহাঙ্গীর আলম বলেন,‘পাশ্ববর্র্তীদের বিদ্যুৎ ব্যবহারে সহযোগিতা করার দায়ে অবৈধ বিদ্যুৎ লাইন বিছিন্ন করা হয়েছে এবং বিদ্যুৎ আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এসময় ডিজিএম মো. জাহাঙ্গীর আলম,কচুয়া থানার এএসআই মো. আকতার হোসেন, ইউপি সদস্য মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনবেদক: জিসান আহমেদ নান্নু

Share