চাঁদপুর

কুমিল্লার আলেখারচর থেকে চান্দিনা পর্যন্ত যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর থেকে চান্দিনা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়। তবে দাউদকান্দি টোলপ¬াজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকা জুড়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি রয়েছে জেলা পুলিশের তৎপরতা রয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, একদিকে ঈদে বিভিন্ন পণ্যসামগ্রী পরিবহণ উপলক্ষে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহনের তীব্র চাপ দেখা দেয়। অন্যদিকে সোমবার থেকে মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল নিষিদ্ধের কারণে রোববার সকাল থেকেই চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা অভিমুখী ভারী যানবাহনগুলো প্রতিযোগিতায় নামে আগেভাগে গন্তব্যে পৌঁছাতে।

এছাড়া মহাসড়কে কোথাও কোথাও খানাখন্দের কারণেও যানজটের সৃষ্টি হয়।

চালকদের অভিযোগ, কোথাও কোথাও খানখন্দ দিয়ে যানবাহন চলতে বাধ্য করা হচ্ছে তাদের। এ কারণে যানজট সৃষ্টি হয়।

পুলিশ জানায়, মহাসড়কের সরু এলাকাগুলোতে দু’দিকে যানবাহনের চাপ সৃষ্টি হতে থাকে। তাছাড়া ঈদকে সামনে রেখে কোথাও কোথাও সংস্কার কাজে হাত দিয়েছে ছাড়লেন প্রকল্পে দায়িত্বরতরা। এটাও যানজট সৃষ্টির কারণ।

কুমিল্লার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আলী আশরাফ ভূঁইয়া জানান, সকাল থেকে যানজট দেখা দিলেও মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের অন্তত ৪শ’ সদস্যের তৎপরতায় যানজট অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

 || আপডেট: ০৭:২৩ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০১৫, রোববার,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share