কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র মোট ৮৮ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্ধ দিয়েছে রিটার্নিং অফিসার।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এসময় কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদ এবং তাদের প্রতিনিধিগণ এবং প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লার ১১টি আসনে প্রতীকপ্রাপ্ত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকা প্রতীকের ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি সেলিমা আহমাদ মেরী, আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, জাকের পার্টির বেনজির আলম অনন, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আবুল হাশেম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, ও বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ, কুমিল্লা-৬ সদর আসনের আওয়ামী লীগের বর্তমান এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা (সংরক্ষিত নারী এমপি), কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. তাজুল ইসলাম (এলজিআরডি মন্ত্রী), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি আ হ ম মোস্তফা কামাল (অর্থমন্ত্রী), কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. মুজিবুল হক (সাবেক রেলপথ মন্ত্রী), আওয়ামী লীগের স্বতন্ত্র মো. মিজানুর রহমান ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৮ ডিসেম্বর ২০২৩