কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় ১২ ছাত্রলী-যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের শুক্রবার বিকেলেই কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা ডিবি ও কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছি।
গ্রেপ্তারকৃতরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, আকরাম হাসান রকি (২৮), মো: সাগর (২৪), মো: মহিউদ্দিন সুমন (৩২), মুহাম্মাদ রাসেল হাসান (৩০), মো: ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মুহাম্মাদ মোবারক হাসান রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ৩০ অক্টোবর সকাল দুইটি সিএনজি অটোরিকশা যোগে ১২ জন সদস্য গোপনে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে আসে।
এসময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিলের ভিডিও অনলাইনে আপলোড করে। পরে অটোরিকশা যোগে পালিয়ে যায়। এ মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur