Home / সারাদেশ / কুমিল্লায় হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
জানাজা

কুমিল্লায় হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ, কুমিল্লা। আজ বাদ আসর গায়েবানা নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

গায়েবানা জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লার শহরের বিভিন্ন এলাকা পদক্ষিন করে পূবালী চত্বর গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। বক্তরা ভারতীয় আধিপত্যে বিরুদ্ধে অবস্থান নেওয়া ও আওয়ামী লীগ এবং লীগের দোষরদের বিচারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম মুহা. সামদানী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। ঢাকা ৮ আসনে শহীদ শরীফ ওসমান বিন হাদির বড়বোন কে প্রার্থিতা ঘোষণা করার দাবি করেন।

‎ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহবায়ক গোলাম মুহা. সামদানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টির মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, হেফাজত ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মুফতি আব্দুল জিলানী, জামায়াত নেতা কাউন্সিলর মোশারফ হোসেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লার সেক্রেটারি নাজমুল হাসান, রবিউল হোসেন, ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন, আব্দুল হান্নান, আল কুরআন একাডেমীর শাহাদাত হোসাইন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি আব্দুল্লাহ ফিরোজ, গণ অধিকার পরিষদের সদস্য সচিব গিয়াসউদ্দিন, এনসিপির সংগঠক আবু রায়হান, কাজী মো. জায়েদ, মুজাহিদুল ইসলাম, রুবেল, জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক, রমজান মাহমুদ, মেহরাব খান, বিশিষ্ট শিশুসংগঠক আবদুল্লাহ হিল বাকি, ইনকিলাব মঞ্চের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, আরিফুল ইসলাম, মোহাম্মদ আব্বাস উদ্দিন, রায়হান মোস্তাফিজ আনসারি, মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, যুগ্ম সদস্য সচিব মোঃ বিল্লাল হোসাইন, শিল্প সাহিত্য বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক আসলাম সিদ্দিকী, মিডিয়া সম্পাদক সাংবাদিক মীর মারুফ তাসিন, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন সোহেল, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক কবি শিপন হোসেন মানব, দপ্তর সম্পাদক ওমর ফারুক আফজাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালেহ ইব্রাহিম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম শাহিন, সদস্য কামরান হাসান সিয়াম, নাজমুল হাসান রায়হান, পারভেজ আহমেদ, কামরুল হাসান সম্রাট, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুনসহ তৌহিদী জনতার অনেকেই।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২০ ডিসেম্বর ২০২৫