কুমিল্লায় স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে চলে গেলো চট্টলা এক্সপ্রেস!

কুমিল্লায় স্টেশন মাস্টারের ভুলে অপেক্ষামান যাত্রীদের রেখেই চলে গেলো চট্টগ্রামগামী চট্টলা ট্রেন। এ ঘটনায় স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে। আজ সোমবার রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এঘটনায় নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার রূপন চন্দ্রশীল, ট্রেন চালক আবির হোসেন, সহকারী চালক ও ট্রেনের গার্ড এই চারজনকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।
এই ঘটনার তদন্ত করবেন ঊর্ধ্বতর উপসহকারী লোকো সাইফুল ইসলাম সহ ৩ সদস্যের তদন্ত দল।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে থেমে সিডিউল মোতাবেক যাত্রী নামানো এবং উঠানোর কথা। কিন্তু রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রেনটি পূর্ব নির্ধারিত স্টেশনে না থেমে মাস্টারের ভুল সিগনালের কারণে যাত্রী উঠানামা না করেই চলে যায়। এতে করে শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এক পর্যায়ে স্টেশন মাস্টারকে ঘেরাও করে যাত্রীরা প্রতিবাদ করেন। পরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে থামিয়ে চট্টগ্রামের যাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়। ট্রেনটি পরবর্তী হাসানপুর স্টেশনে গিয়ে থামলে সেখানে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে গেলে তাদেরকে অপর একটি ট্রেনে করে আবারো নাঙ্গলকোট স্টেশনে পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীল বলেন, কেবিন মাস্টারের বলার ভুলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, দায়িত্ব অবহেলার কারণে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টারসহ ৪ জনকে প্রাথমিক ভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৪ জুলাই ২০২৫