কুমিল্লায় ১৬ টি দেশীয় প্রজাতির সংরক্ষিত জলজ প্রাণী “সুন্ধি কাছিম” উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আবদুল মান্নান প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাজন কুমার দাস, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম বুধবার সন্ধা ৭ টার দিকে কুমিল্লা সদরের জাগুরজুলি বিশ্বরোডস্থ কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট-এ পার্কিংয়ে পার্ক করা অবস্থায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী জি.এস ট্রাভেলস্-এ অভিযান পরিচালনা করে। গাড়ীর সামনের বক্স হতে একটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত বিভিন্ন প্রজাতির ছোট বড় মোট-১৬টি “সুন্ধি কাছিম” উদ্ধার করা হয়।
গাড়ীর সুপার ভাইজার জানায়, বস্তাটি কক্সবাজার থেকে একজন ব্যক্তি গোপালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য গাড়ীতে তুলে দেয়। উদ্ধারকৃত “সুন্ধি কাছিম” অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। পরে বুধবার বিকেলেই সুন্ধি কাছিমগুলো গোমতী নদীতে অবমুক্ত করা হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,২৭ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur