কুমিল্লায় সার্কিট হাউসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় সার্কিট হাউসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বেলা ১১টায় কুমিল্লা সার্কিট হাউসের আঙ্গিনায় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কুমিল্লায় সার্কিট হাউসের নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে কুমিল্লা অংশে যোগ দেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য আরমা দত্ত, সংরক্ষিত সংসদ সদস্য রওশন আরা মান্নান, জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ছামছুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খানসহ আরো অনেকে।

৩৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত আধুনিক সুযোগ সুবিধা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সংবলিত “কুমিল্লায় সার্কিট হাউস সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হয়ে তা শেষ হয় ২০২১ সালে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৮ অক্টোবর ২০২৩

Share