কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় সমতট এক্সপ্রেস। প্রতিদিনের মতোই সন্ধ্যায় ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। গন্তব্যে পৌঁছার অপেক্ষায় ছিলেন যাত্রীরাও। সবকিছু ঠিকঠাক থাকলেও শুধুমাত্র গার্ডের অনুপস্থিতির কারণে ট্রেনটিকে এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করতে হয়েছে।
বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পর ব্যর্থ হয়ে অপর গার্ড ওমর ফারুককে দিয়ে ট্রেনটি লাকসাম ছেড়ে যায়। এতে ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
লাকসাম জংশন স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ট্রেনটির গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেছেন রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সমতট এক্সপ্রেস ট্রেন প্রতিদিনের মতোই ছেড়ে যাওয়ার কথা। ট্রেনের গার্ড কিশোর দাস কোন প্রকার যোগাযোগ ছাড়া অনুপস্থিত থাকেন। কী কারণে তিনি অনুপস্থিত ছিলেন তা আমাদের জানা নেই। আমি বিষয়টি আমাদের বিভাগীয় কর্মকর্তাদের অবগত করলে, রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেন। গার্ড ওমর ফারুককে দিয়ে একঘণ্টা বিলম্বে ট্রেনটি যাত্রা শুরু করে।
এদিকে বক্তব্য জানার জন্য সাময়িক বরখাস্ত হওয়া গার্ড কিশোর দাসের ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৬ ডিসেম্বর ২০২৩