সারাদেশ

কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমীর ভিত্তি স্থাপন

কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমীর ভিত্তিস্থাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ম্যাচ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি শেখ কামাল ক্রীড়া পল্লীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, আমড়াতলী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, জগন্নাতপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ, অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা জেলা ফুটবল এসাসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন , বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলবে এ শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি। মাদক মুক্ত যুব সমাজ গড়তে এ উদ্যোগ গুরুত্বপূণ ভুমিকা রাখবে।

নিয়মিত অনুশীলন করা ও প্রশিক্ষন দিয়ে খেলোয়াড় তৈরি করতে শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি করা হয়েছে।

টিক্কাচর শুভপুর এলাকা ঘেষা পাঁচথুবি ইউনিয়নের কুমিল্লা গোমতী নদীর তীরে ১০ একর এলাকা নিয়ে তৈরি হচ্ছে এ বিশাল খেলার মাঠ ও একাডেমি।

অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন কুমিল্লায় খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোমতী নদীর পাড়ে নির্মিত স্পোর্টস একাডেমি ও ক্রীড়া পল্লী। এ প্রজন্মের জন্য শ্রেষ্ঠ উপহার শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি।

পরে পাঁচথুবী ইউনিয়ন এর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ লাল দল এবং নীল দল এ দুটি দল অংশগ্রহণ করে। ট্রাইবেকাওে লাল দল জয় লাভ করে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,৩ ফেব্রুয়ারি ২০২১

Share