কুমিল্লা তিতাসে শিশু সাময়ন ওরফে আরিয়ানকে হত্যা মামলায় বিল্লাল পাঠান নামে একজনকে মৃত্যুদণ্ড এবং চাচি শেফালী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার বিরামকান্দি পাঠান বাড়ী’র মোঃ খেলু পাঠানের ছেলে বিল্লাল পাঠান এবং একই উপজেলার কলাকান্দি উত্তর পাড়া জামাল মিয়ার স্ত্রী শেফালী আক্তার হলেন ।
মামলার বিবরণে জানাযায়- পূর্ব আক্রোশের আসামিরা পরষ্পর যোগসাজশে ৭ বছর বয়সী সায়মন আরিয়ানকে হত্যা করে কলা কান্দি বালুর মাঠে কাঁশ বনে লাশ গুম করে।
জানা যায়- ২০২৩ সালের ১৮ আগস্ট বিকেলবেলা ভিকটিম সায়মন ওরফে আরিয়ান আসামি শেফালী আক্তারের ছেলে রাফি’র সাথে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ীতে ফিরে আসেনি। পরদিন ঘটনাস্থলে শিশুটির অর্ধগলিত লাশ পাওয়া যায়। এঘটনায় তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামি শেফালী আক্তার ও মোঃ বিল্লাল পাঠানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তারা।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন বলেন, শালি-দুলাভাইয়ের অন্তরঙ্গ মুহুর্ত দেখে ফেলায় আসামিরা পরষ্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে শিশু সায়মন ওরফে আরিয়ানকে হত্যা করে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur